বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারী কোনো কিছু করে থাকলে তা সংশোধন করা হবে। রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মাহফুজ আলম বলেন, কোনো দলের নয় বাংলাদেশের মুখপাত্র হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, কোনো দলকে প্রতিনিধিত্ব করবে না। তিনি বলেন, সরকার বদলালে যাতে পররাষ্ট্র নীতি বদলাতে না হয়, সে বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার।
উপদেষ্টা মাহফুজ বলেন, আমরা শুনতে পাচ্ছি, ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। কোন ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা–এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে শক্তি বাড়াতে পারি সেদিকে মনোযোগ দিতে চাই।
তিনি বলেন, কোন রাষ্ট্র কি করলো সেটির থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষির ক্ষমতা বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়াতে পারে তবে, দর কষাকষির ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে। আর এটা আমাদের জনগণকে উপকৃত করবে।