×

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিক উত্থান: ২০৩৯ সালে ছাড়িয়ে যাবে সুইজারল্যান্ড ও সুইডেনকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক উত্থান: ২০৩৯ সালে ছাড়িয়ে যাবে সুইজারল্যান্ড ও সুইডেনকে

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশ বর্তমানে ৪৩৪ বিলিয়ন ডলারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) নিয়ে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ৩৭তম বৃহৎ অর্থনীতির স্থান দখল করেছে। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) পূর্বাভাস অনুযায়ী, ২০৩৯ সাল নাগাদ বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে বিশ্বের ২১তম বৃহৎ অর্থনীতির স্থান নিবে। একই সময়ে সুইজারল্যান্ড ও সুইডেনের অবস্থান হবে বিশ্বে যথাক্রমে ২২ ও ৩০তম।

বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি

সিইবিআরের ১৬তম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন জানায়, ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ১.৬০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। এই সময়ে দেশটি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন এবং বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকে অর্থনীতির আকারে ছাড়িয়ে যাবে।

বর্তমানে বাংলাদেশের অর্থনীতি মার্কিন ডলারে জিডিপির ভিত্তিতে ৩৭তম অবস্থানে রয়েছে। তবে ২০৩৯ সাল নাগাদ এই অবস্থান উন্নীত হয়ে বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকায় ২১তম স্থান দখল করবে।

মাথাপিছু জিডিপির চ্যালেঞ্জ

অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও মাথাপিছু জিডিপি বাংলাদেশের জন্য এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। 

সিইবিআর পূর্বাভাস দেয়, ২০৩৯ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৮ হাজার ০৬১ ডলার হবে। এর ফলে, মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশ ১৮৯টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে থাকবে। তুলনামূলকভাবে, ২০৩৯ সালে সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি হবে ১ লাখ ৫৬ হাজার ৭৭৩ ডলার, যা বাংলাদেশের তুলনায় ১৮ গুণ বেশি।

দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট

২০৩৯ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ মাথাপিছু জিডিপিতে শীর্ষে থাকবে (৩৮,৮৫৯ ডলার), যার অবস্থান হবে ৫৯তম। বাংলাদেশের অবস্থান হবে ভুটানের (১০৬তম) ঠিক নিচে এবং ভারতের (১২৪তম) ওপরে। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ১৬২তম অবস্থানে থাকবে, যা তালিকার নিচের দিকে।

বিশ্ব অর্থনীতির শীর্ষে অবস্থানকারী দেশগুলো

সিইবিআরের প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে বিশ্ব অর্থনীতির মোট আকার ১১০ ট্রিলিয়ন ডলার থেকে ২০৩৯ সাল নাগাদ ২২১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। যুক্তরাষ্ট্র এই সময়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রাখবে, যেখানে চীন দ্বিতীয় স্থানে থাকবে। ভারত দ্রুত গতিতে এগিয়ে ২০২৯ সালের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

বাংলাদেশের অর্থনীতির আকার আগামী ১৫ বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এটি বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। তবে মাথাপিছু জিডিপিতে পিছিয়ে থাকার অর্থ হলো, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যক্তিগত আয়ের মধ্যে ভারসাম্য তৈরিতে আরো পদক্ষেপ নেয়া প্রয়োজন। দেশের উন্নয়নকে টেকসই এবং সর্বস্তরে কার্যকর করতে হলে মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও শিল্প বৈচিত্র্যের ওপর গুরুত্ব দিতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App