×

জাতীয়

শক্তি বাড়ছে নাগরিক কমিটির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

শক্তি বাড়ছে নাগরিক কমিটির

কমিটিতে দেশের জনপ্রিয় তরুণ ও ছাত্রনেতারা যুক্ত হয়েছেন। ছবি : সংগৃহীত

   

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা করে জাতীয় নাগরিক কমিটি।

দেশের প্রায় ১৩০টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এ পর্যন্ত সব কমিটি মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারের বেশি। এর মধ্য দিয়ে আগামী দুই মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে গণঅভ্যুত্থানের অন্যতম এই শক্তি।

আত্মপ্রকাশের শুরু থেকেই তারুণ্যকে প্রাধান্য দিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটি। তরুণ নেতৃত্বের সমন্বয়ে কমিটি করছে সংগঠনটি। প্রতিনিধি কমিটির সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর নির্ধারণ করা হলেও ঢাকার মধ্যে সেটি ৪৫ বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা গেছে। এসব কমিটিতে শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক ও প্রকৌশলীরা যুক্ত হচ্ছেন। তবে জাতীয় নাগরিক কমিটি চমক দেখিয়েছে কেন্দ্রীয় কমিটিতে। এ কমিটিতে দেশের জনপ্রিয় তরুণ ও ছাত্রনেতারা যুক্ত হয়েছেন।

আরো পড়ুন : সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে যা বলল জাতীয় নাগরিক কমিটি

সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারুণ্যের অংশগ্রহণ, গণতান্ত্রিক চর্চা এবং পলিসি মেকিংয়ে তরুণদের সম্পৃক্ত হওয়ার সুযোগের কারণেই জাতীয় নাগরিক কমিটিতে তরুণ নেতৃত্বের সম্মিলন ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ঢাকার বাইরে কমিটি করছে। এখন পর্যন্ত দেশের ১৮টি জেলা, তিনটি মহানগর, একটি বিশ্ববিদ্যালয় ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা। বিভিন্ন জেলায় সফরও করছেন গণঅভ্যুত্থানের এই দুই শক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App