×

জাতীয়

ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় অবশ্যই বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় অবশ্যই বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তায় ট্রাকচাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহতের ঘটনায় অবশ্যই বিচার হবে। ঘাতক ট্রাকচালককে আমরা ইতোমধ্যেই আটক করে আইনের আওতায় এনেছি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস সদর দফতরে সোয়ানুর জামান নয়নের জানাজা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনায় আমি শোকাহত। অল্প বয়সে এই ছেলেটা চলে গেল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার মা-বাবার। অন্য সবাই আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু তার মা-বাবা এই মৃত্যুর শোক কখনই ভুলতে পারবে না।

আগুন নেভাতে ৬ ঘণ্টা সময় লাগার কারণ কি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন নেভাতে কতক্ষণ সময় লাগবে তা আমরা আসলে এভাবে বলতে পারবো না। অগ্নিকাণ্ডের ধরনের ওপর নির্ভর করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর ওপরও নির্ভর করে। এছাড়া পানি সরবরাহের ওপর অনেকাংশে নির্ভর করে। অনেক সময় প্রতিবন্ধকতাও থাকে। ফায়ার কর্মীরা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা করেছে। ১৯ টি ফায়ার ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের সূত্রপাত বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি তদন্ত প্রতিবেদন দিলে আপনারা জানতে পারবেন, আগুনের সূত্রপাত কিভাবে বা আগুন কিভাবে লেগেছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি ঘটনা তদন্তের আগে কিছু বলতে পারবো না। এ ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটির তদন্তের আগে আমি কিছু বলতে পারবো না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের সিসি ক্যামেরা দেখা হচ্ছে। এর আগে ফায়ার সার্ভিস সদর দফতর প্রাঙ্গণে নিহত ফায়ারফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা শরিক হন।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হন নয়ন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল এ ফাইটারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের পুত্র। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

জানাজার আগে নয়নের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ার ফাইটারের সংক্ষিপ্ত বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। পরে প্রয়াত নয়নের দুজন আত্মীয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা নয়নের পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন। এরপর জানাজা ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ঢাকার ১২টি ফায়ার স্টেশন থেকে ১৯টি ইউনিট এবং ২১১ জন কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের অগ্নিনির্বাপণে অংশগ্রহণ করে। এ দুর্ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৯ম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে এদিন সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১১টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো সোয়ানুর জামান নয়নের মুত্যুর ঘটনায় শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগুনে ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য আহত হন। তবে আহতরা সুস্থ আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App