×

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড, গভীর উদ্বেগ জামায়াতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

সচিবালয়ে অগ্নিকাণ্ড, গভীর উদ্বেগ জামায়াতের

ছবি: সংগৃহীত

   

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরো ভস্ম হয়ে  ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটি এই ঘটনায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ দাবির কথা বলেন।  

এতে তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭নম্বর ভবনে আগুনে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ভস্ম হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশ সচিবালয় হলো সব প্রশাসনের প্রাণকেন্দ্র । দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। 

তিনি বলেন, সচিবালয় এ ধরনের ভয়াবহ আগুনের ঘটনা কোনো নাশকতা কিনা তা তদন্ত করে দেখতে হবে।  দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। 

বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আগুনের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা  নেয়া দরকার। সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরো সচেতন এবং সতর্ক হওয়া দরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App