×

জাতীয়

বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

   

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘোষণা দিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে। বুধবার (২৫ ডিসেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে। যারা বৈধ নথি ছাড়া বসবাস করছেন, তাদের চিহ্নিত করতে রাজ্যজুড়ে তল্লাশি চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের শিগগিরই ফেরত পাঠানো হবে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। এতে শনাক্ত হওয়া অভিবাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

সম্প্রতি মহারাষ্ট্রের কল্যাণ শহর ও এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মুম্বাই পুলিশ। রাজ্যের অন্যান্য এলাকাতেও তারা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। এর মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অন্যান্য রাজ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আগের ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

চলতি মাসের শুরুতে দিল্লিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তাদের বিরুদ্ধে ২ মাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশনাও দেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App