×

জাতীয়

বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার তিন আসামি কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার তিন আসামি কারাগারে

ছবি: সংগৃহীত

   

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

অভিযুক্ত তিন আসামি হলেন- প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন এবং তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর রাতে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই সহপাঠী বন্ধু মোটরসাইকেলে চড়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকায় ঘুরতে যান। রাত সাড়ে তিনটার দিকে ফেরার পথে পুলিশের চেক পোস্টের সামনে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মুনতাসির মাসুদ।  গুরুতর আহত হন তার দুই বন্ধু। 

এসময় পুলিশ মদ্যপ অবস্থায় প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামি করে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান বলেন, ডোপ টেস্টে দুই জনের রেজাল্ট পজিটিভ দেখা যায়। তাদের মধ্যে প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে, আর মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App