×

জাতীয়

নুরকে টাকা দেয়ার বিষয়ে যা বললেন পার্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

নুরকে টাকা দেয়ার বিষয়ে যা বললেন পার্থ

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশ জাতীয় পার্টির ( চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সম্প্রতি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্রেপ্তার প্রসঙ্গে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

পার্থের বক্তব্য অনুযায়ী, তিনি জানান, 'আমাকে কেন গ্রেপ্তার করেছেন? যিনি গ্রেপ্তার করেছেন তিনি বলতে পারবেন। আমার সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল— এ কারণে গ্রেপ্তার করেছেন বা আমাকে ধরা মানে অনেক কঠোর উনি হবেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি তো আগেই অনেকবার গ্রেপ্তার হয়েছি। এটি প্রথমবার নয়। আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম; ছাত্ররা আমার সঙ্গে দেখা করছিল। আমার স্টুডেন্ট উইংয়ের ছয়জন মারা গেছে। তারা সক্রিয়ভাবে আন্দোলনকারীদের সঙ্গে ছিল। স্বাভাবিকভাবেই এ কারণে নুরের সঙ্গে আমার কথা হচ্ছিল, সবার সঙ্গেই আমার কথা হচ্ছিল। আমরা তো এটি রাজনীতিকরণ করতে চাইনি। রাজনৈতিক দলগুলো বাইরে থেকে যেভাবে পৃষ্ঠপোষকতা করে, আমরা সেভাবে করিনি। তাই হয়তো সরকারের কাছে এটা গিয়েছে এবং তারা মনে করেছে— পার্থকে ধরা হোক।'

নুরকে টাকা দেয়ার প্রসঙ্গে পার্থ বলেন, না, না, ওই বিষয়টি সম্পূর্ণ আলাদা। এটি নুরের একটি ব্যক্তিগত সমস্যা ছিল আরও দুই-তিন মাস আগে। এর সঙ্গে বর্তমান ঘটনার কোনো সম্পর্ক নেই। নুর ছোট ভাইয়ের মতো সব সময় আসে। এত কষ্ট করেছে— তার প্রতি আমার একটা দুর্বলতা আছে। যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করেছে, তাদের প্রতি আমার একটি সহানুভূতি ছিল। বিশেষত, নুরের ওপর এত অত্যাচার করা হয়েছে। তাই আমি তাকে অনেক স্নেহের জায়গা থেকে দেখতাম। রাজনীতির আগে তো এটাই ছিল— বড়রা ছোটদের স্নেহ করবে, তাদের প্রশিক্ষণ দেবে। নুরের একটি পারিবারিক সমস্যায় তার সহায়তা দরকার ছিল, তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম। এটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না।

তিনি আরো বলেন, হারুন সাহেব দেখানোর চেষ্টা করেছেন— আমি টাকা দিয়ে আন্দোলন পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করেছি। এটি তো ঈদের আগের ঘটনা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App