শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করেননি উপদেষ্টা নাহিদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

শেখ হাসিনা-নাহিদ ইসলাম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নামে ভুয়া তথ্য ছাড়ানো হচ্ছে ইন্টারনেন্টে। গত ১৪ ডিসেম্বর শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, নাহিদ ইসলাম লাইভে এসে বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যে পদত্যাগ করেছেন তার কোনো দালিলিক প্রমাণ কারো কাছে নেই। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি ভুয়া।
রিউমর স্ক্যানার জানায়, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য করেননি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বরং গত অক্টোবরে শেখ হাসিনাকে নিয়ে তার করা ভিন্ন একটি মন্তব্যকে বিকৃত করে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া তিনি লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন দাবি করা হলেও সাম্প্রতিক সময়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টে এমন কোনো লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়নি। তবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ইত্তেফাক এর ওয়েবসাইটে গত ২৪ অক্টোবর ‘শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি: নাহিদ ইসলাম’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে সেসময় শেখ হাসিনাকে নিয়ে নাহিদ ইসলামের দেওয়া বক্তব্য খুঁজে পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। তার পতন হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্রজনতা।’ অর্থাৎ, শেখ হাসিনা পদত্যাগ করেননি- এমন মন্তব্য গত অক্টোবরে নাহিদ ইসলাম করলেও তিনি কখনো বলেননি যে, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তবে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ওয়েবসাইটে গত ৯ অক্টোবর ‘সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীঃ রুমিন ফারহানা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি নেত্রী রুমিন ফারহানা সেসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উক্ত মন্তব্যটি করেছিলেন। সেসময় তিনি বলেন, সংবিধানের ৫৭ (৩) অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবে। সেই হিসেবে সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও মা শেখ হাসিনাকে নিয়ে উক্ত মন্তব্যটি করেছিলেন। মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকা’র ওয়েবসাইটে গত ১০ আগস্ট ‘সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী–—রয়টার্সকে জয়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে জয় বলেন, সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।
অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য করেননি। পাশাপাশি, তিনি লাইভে এসে সাম্প্রতিক সময়েও এমন কোনো মন্তব্য করেননি। সুতরাং, নাহিদ ইসলাম শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।