×

জাতীয়

যুক্তরাষ্ট্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আবারো বাংলাদেশের বিরুদ্ধে করবে নালিশ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আবারো বাংলাদেশের বিরুদ্ধে করবে নালিশ?

এস জয়শঙ্কর-ডোনাল্ড ট্রাম্প

   

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার আগেই ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ সফর শেষ হবে ২৯ ডিসেম্বর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এটিই প্রথম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর। তাই সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে কি আবারো বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবে ভারত?

জানা গেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহ নানা বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তার। এই সফরের মধ্যে দিয়ে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা জয়শংকরের। একই সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ ওঠে কি না সেদিকেই নজর থাকবে সকলের।  পিটিআই সূত্রে খবর, জয়শংকরের এই সফর ৫ দিনের। মঙ্গলবার থেকেই আমেরিকায় তার কর্মসূচি শুরু হবে। ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনি থাকবেন ওয়াশিংটনে। 

এক বিবৃতিতে জয়শংকর জানান, ‘২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এই সফরে তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বসবেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও পররাষ্ট্রণালয়ের কর্মকর্তাদের  সঙ্গে।’

জানা গেছে, এই সফরে জয়শংকর বিদায়ী মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি সাক্ষাৎ করতে পারেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাদের কাছে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা। মনে করা হচ্ছে, এই সফরে জয়শংকর বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারেন। 

এর আগে, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে ট্রাম্পকে। এছাড়া, শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি দিয়েছে ঢাকা। যা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় বিদেশমন্ত্রক। এই আবহে জয়শংকরের আমেরিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App