শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালো হবে: চিফ প্রসিকিউটর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তরি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা যাবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর ব্যাপারে মন্তব্য জানতে চাইলে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে করা যাবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ।