নৌযানে কর্মবিরতির হুঁশিয়ারি লাইটারেজ শ্রমিক ইউনিয়নের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা জাহাজে হামলা চালিয়ে সাতজনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারাদেশে নৌযানে কর্মবিরতির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সারাদেশের নৌ শ্রমিকরা এ ঘটনায় শোক পালন করবেন এবং কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া সব জাহাজে তিন দিন কালো পতাকা উত্তোলন করে শোক পালনের কথাও উল্লেখ করা হয়। সারাদেশের নৌ ও সমুদ্রবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা তারা জানিয়েছে।
এছাড়া নিহত শ্রমিকদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানিয়ে শ্রমিক ইউনিয়ন বলেছে, প্রত্যেক শ্রমিককে সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে সোমবার বিকেল ৩টার পর পাঁচজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ। আর রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।