উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ এএম

উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
দুপুর ১২টায় তার তৃতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয় প্রাঙ্গণে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নেন।
উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরো পড়ুন : হাসান আরিফের জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা