এনআইডি জালিয়াতি
ইসিতে দুদকের প্রতিনিধি দল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

এনআইডি সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে গেছে দুদকের একটি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত অনিয়ম, দ্বৈত এনআইডি, নাম, বাবার নাম পরিবর্তন করে নানা ধরনের দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে (ইসি) যায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ইসিতে যান।
এরপর তারা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপিত এনআইডি শাখা থেকে তথ্য সংগ্রহ করেন। পরে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসেন।
আরো পড়ুন: ডাকাত দলের হাতে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জিম্মি
বৈঠক শেষে আসিফ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, এনআইডি সেবা নিয়ে সমস্যা রয়েছে। ইতোমধ্যে তথ্য সংগ্রহ করেছি। পরে এ নিয়ে কথা বলতে পারবো।
ইসি সূত্রে জানা গেছে, এক ব্যক্তির একাধিক এনআইডি দিয়ে ঋণ নেয়া বা নানান ধরনের দুর্নীতি ঘটনা দুদকের নজরে এসেছে। তাছাড়া নাম পরিবর্তন করে আসামী বা ঋণ খেলাপীরা ইতোমধ্যে বিদেশে পালিয়ে যাওয়া ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে তারা ইসির এনআইডি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান ও এসব দুর্নীতি এড়াতে এনআইডি অণুবিভাগ কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে জানতে চান।