×

জাতীয়

চিন্ময় দাসের বাড়ি থেকে টাকা-স্বর্ণ উদ্ধারের বিষয়ে যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম

চিন্ময় দাসের বাড়ি থেকে টাকা-স্বর্ণ উদ্ধারের বিষয়ে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

   

ইসকন নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৯৮৫ কোটি টাকার ৭০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে সেনাবাহিনী । এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কোনো ইসকন নেতার নাম উল্লেখ করা হয়নি। তবে ভিডিওর থাম্বনেইলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকন পরিচালিত পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর একটি ছবি সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস কিংবা অন্য কোনো ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়নি এবং কোনো ইসকন নেতার কাছ থেকে ৯৮৫ কোটি টাকা ৭০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়নি বরং, ভিন্ন কয়েকটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কোনো ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযানের কোনো ভিডিও ক্লিপ বা তথ্য নেই। ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে ২০২০ সালের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে র‍্যাবের অভিযানের ভিডিও প্রতিবেদনটির বেশিরভাগ অংশই আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। একইভাবে পৃথক দুটি ঘটনায় ২০২২ সালের সময় টিভির একটি ভিডিও প্রতিবেদন ও গত ২৬ একটি নভেম্বরের এটিএন নিউজের একটি প্রতিবেদনের প্রথম ৫ সেকেন্ড আলোচিত ভিডিওগুলোতে ব্যবহার করা হয়। উক্ত প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করে কোনোটিতেই ইসকন নেতার বাসায় অভিযান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

অন্যদিকে, সেনাপ্রধান ওয়াকার-ইজ-জামানের বক্তব্যের একটি ক্লিপ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়, যা গত ২২ জুলাইয়ের একটি প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয়েছে। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস কিংবা অন্য কোনো ইসকন নেতার বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান এবং টাকা ও স্বর্ণ উদ্ধারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App