×

জাতীয়

নির্বাচন করতে প্রস্তুত ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

নির্বাচন করতে প্রস্তুত ইসি

ছবি: সংগৃহীত

   

আগামী ২০২৫ সালের শেষে বা ২৬ সালের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। সোমবার (১৬ ডিসেম্বর) সিইসি এ এম এম মো. নাসির উদ্দীনের নেতৃত্বে সাভার স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহমিদা আহমদ এমন মন্তব্য করেন।

এসময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী বছরের (২০২৫ সাল) শেষে দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে এসব কথা বলে প্রধান উপদেষ্টা। 

ড. ইউনূস বলেন, সবকিছু সময় সাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরো উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। 

তিনি আরো বলেন, আমি সব প্রধান সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি ‘যদি’, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়ত সম্ভব হবে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

এ বক্তব্যে প্রেক্ষিতে সাংবাদিকরা ইসি তাহমিদা আহমদকে প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচন কমিশন তার কাজ শুরু করেছে, ২০২৫ এর জানুয়ারি থেকে কঠিনভাবে কাজে লেগে যাবো আমরা। এছাড়া নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী বছরের প্রথমে শুরু হচ্ছে। এছাড়া কমিশন অন্য সব কাজ এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। আগামী ডিসেম্বর মানে এখনো অনেকটা সময় পাবে ইসি, সে হিসেবে ২০২৫ সালের ডিসেম্বর হোক বা ২৬ সালের জানুয়ারিতে নির্বাচন করতে প্রস্তুত কমিশন। আমরা একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App