স্বাধীন বাংলাদেশের প্রথম দিন যা বলেছিলেন তাজউদ্দীন আহমদ ও ইন্দিরা গান্ধী

বিবিসি বাংলা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

ইন্দিরা গান্ধী (বামে) ও তাজউদ্দীন আহমদ (ডানে)। ফাইল ছবি
স্বাধীন বাংলাদেশের প্রথম দিনের পত্রিকায় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন (সেই সময়ের পত্রিকায় তাকে তাজুদ্দীন লেখা হয়েছিল) আহমদ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিক্রয়াও ছাপা হয়েছিল।
বিজয় অর্জনের পর ডিসেম্বর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতারে দেয়া এক ভাষণে বলেছিলেন, ‘বাংলাদেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ফলে আমাদের সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে উপনীত হইয়াছে।’
পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণকে তাজউদ্দীন আহমদ সেদিন 'ন্যায়, সদস্য ও আদর্শের বিজয়’ বলে বর্ণনা করেছিলেন। একইসঙ্গে সেটি ‘বাংলাদেশ ও ভারতের জনগণের বিজয়’বলেও তিনি উল্লেখ করেছিলেন বলে ইত্তেফাকের খবরে বলা হয়েছে।
তাজউদ্দীন আহমদ আরো বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও আমাদের সংগ্রাম শেষ হয় নাই। এক্ষণে এই দেশকে পুনর্গঠনের জন্য আরো ঐক্য ও আত্মত্যাগের জন্য তৈয়ার থাকিতে হইবে। এছাড়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে দ্রুত মুক্তি দেয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী।
অন্যদিকে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ভাষণে বাংলাদেশের বিজয়কে ‘আদর্শের বিজয়’ আখ্যা দেন বলে তখনকার খবরে উল্লেখ করা হয়েছে।