পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

রাজধানীতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত
রাজধানীতে ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়াতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডিসেম্বরের দিবসগুলো ও ইজতেমা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে। তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই।’
আরো পড়ুন: সাকিবকে জরিমানা করা নিয়ে যে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরো বলেন, ঢাকা শহরে ছিনতাই বেড়ে গেছে। বিশেষ করে শেষ রাতে বেশি হচ্ছে। শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।
একই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘সারা দেশে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। সেটা অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে; এবং যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।’