কবি হেলাল হাফিজের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

ছবি: সংগৃহীত
কবি হেলাল হাফিজের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপি সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক শোকবাণীতে বিএনপি মহাসচিব এসব জানান।
শোকবাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিশিষ্ট কবি হেলাল হাফিজের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন কবি হিসেবে তিনি ছিলেন সর্বজন সমাদৃত।
আরো পড়ুন: আওয়ামী লীগ করলে গলাকাটা আর বিএনপি করলে মুণ্ডুচ্ছেদ
১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই তিনি মানুষের হৃদয়ে আসন করে নেন। কবি হিসেবে তার অবদান জাতি কোনোদিনই বিস্মৃত হবে না। এই বরেণ্য কবির মৃত্যুতে দেশে কাব্যিক জগতে এক শূন্যতার সৃষ্টি হলো যা সহজে পূরণ হওয়ার নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় কবি হেলাল হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।