ভারতের কাছে কি শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ? জানিয়ে দিলেন বিক্রম মিশ্রি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত
ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানায়নি বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিক্রম মিশ্রি শেখ হাসিনার ভারতে থাকার প্রসঙ্গকে ‘দালাই লামার ভারতে থাকা’র সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান, এর আগেও যে কোনো বিপন্ন অতিথিকে আশ্রয় দিয়েছে ভারত।
এসময় প্রত্যর্পণের দাবি না জানানো হলেও, ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কে আপত্তি তুলেছে ঢাকা। এ বিষয়ে বিক্রম মিশ্রির স্পষ্ট অবস্থান, শেখ হাসিনার ব্যক্তিগত মন্তব্যে ভারতের করণীয় কিছু নেই।
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের চাপের কাছে পরোক্ষ নতিস্বীকার করতে বাধ্য হয়েছে ঢাকা। ভারতের তরফে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে ঢাকার ব্যাখ্যা, হামলা হলেও তা সাম্প্রদায়িক নয়। যে হামলা হচ্ছে, তা রাজনৈতিক। আওয়ামী লীগের সদস্যদের উপর কোনো কোনো জায়গায় হামলার ঘটনা ঘটেছে।
আরো পড়ুন: শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখে না ভারত: বিক্রম মিশ্রি
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের খবর অতিরিক্ত ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বাংলাদেশ। বিক্রম মিশ্রি জবাবে জানিয়েছেন, সংবাদমাধ্যমে কী দেখানো হচ্ছে, তার দায়িত্ব সরকারের নয়। কিন্তু বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে, তা ঠিক।
বাংলাদেশের লাগাতার অশান্তির পরেও পূর্ববর্তী চুক্তি মোতাবেক ভারত বাংলাদেশে যা যা বাণিজ্য চলত, তা এখনও চলছে। ঢাকার তরফে প্রস্তাব দেয়া হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রয়োজনে সাংসদ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদল পাঠাতে পারে দিল্লি।