×

জাতীয়

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

   

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে। সাম্য ও ন্যায্যতার ভিত্তিতেই দুই দেশের পারস্পরিক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আয়োজিত ‘Achieving Sustainable Development Goals: Financial Inclusion & Rural Transformation’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণে এবং গতিশীলতা বৃদ্ধিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় সরকার পরিচালনা করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিংবা পরে হবে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর।

এর আগে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ উন্নয়ন এর মাধ্যমেই জাতীয় উন্নয়ন করা সম্ভব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বার্ড এবং আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আরডো) সমন্বিত উদ্যোগে আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে উৎসাহিত করেন তিনি। এছাড়া প্রশিক্ষণার্থীরা এই কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে গ্রামীণ উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন 'আরডো' এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী। কুমিল্লা সফরে উপদেষ্টা’র একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App