সয়াবিন তেলের মূল্য যৌক্তিক পর্যায়ে স্থির করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

ছবি : সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, অনুমাননির্ভর মজুতদারি বন্ধ করতে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে বোতলজাত সয়াবিন তেলের দাম যৌক্তিক পর্যায়ে স্থির করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন।
শেখ বশিরউদ্দীন বলেন, বর্তমানে বাজারে তেলের সরবরাহ ঘাটতি থাকলেও, দেশে তেলের মজুতের কোনো অভাব নেই। তিনি জানান, গত এপ্রিল মাসের মাঝামাঝিতে বোতলজাত তেলের দাম লিটারে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে যাওয়ার ফলে স্থানীয় মজুতদারি বৃদ্ধি পায়। এর ফলে মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু এটি নিয়ন্ত্রণের জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেছে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "তেলের সরবরাহ ঘাটতি ছিল এবং ছোট ছোট জায়গায় একধরনের মজুতদারি চলছে, যা সমাধানের জন্য ইন্ডাস্ট্রির সঙ্গে আলোচনা করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে এবং অনুমাননির্ভর মজুতদারি বন্ধ হবে।"
তিনি এসময় উল্লেখ করেন, আলুর বাজারেও চরম অস্থিরতা চলছে, তবে নতুন আলু আসতে ৪ সপ্তাহ সময় লাগবে। আশা করা যাচ্ছে, আগামী তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি শীতকালীন শাকসবজি, চাল, ডিম, পোল্ট্রি এবং মাছের বাজারে স্থিতিশীলতার কথা জানান। এছাড়া চিনির দামও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।
বাজার পরিস্থিতি নিয়ে আরও কথা বলেন বাংলাদেশ এডিবল অয়েল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা হায়দার। তিনি জানান, গত কয়েকদিন ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় সাধন করে বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৬৭ টাকা। পাশাপাশি খোলা ভোজ্য তেলের দাম ১৫৭ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে, যা আগের দাম ছিল ১৪৯ টাকা। দুই ক্ষেত্রেই ৮ টাকা বাড়ানো হয়েছে। তবে, পাম অয়েলের দাম নিয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।
এভাবে সরকারের উদ্যোগে ভোজ্যতেলের দাম যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে এবং মজুতদারি নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয়েছে, যা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।