×

জাতীয়

কারাগারে পূজা করেন চিন্ময় কৃষ্ণ দাস, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

কারাগারে পূজা করেন চিন্ময় কৃষ্ণ দাস, যা জানা গেলো

ছবি: সংগৃহীত

   

কারাগারে পূজা করেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দাবি করা হয়, চট্টগ্রামের কারাগারে তিনি পূজা করছেন। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যম রিউমার স্ক্যানার। 

রবিবার (৮ ডিসেম্বর) রিউমার স্ক্যানার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনের সূত্রে জানা যায়, আলোচিত ছবিটি চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামের কারাগারে পূজা করার নয় বরং তার পূর্বের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করার মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে চিন্ময় কৃষ্ণ দাস নামের একটি ফেসবুক পেজে গত ১৯ নভেম্বর তারিখের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

ফেসবুক পোস্টটির তারিখ ও ক্যাপশনে উল্লিখিত ‘মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।’ শীর্ষক বিবরণী সূত্রে জানা যায়, ছবিটি গত ১৯ নভেম্বর অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পূর্বের এবং কোনো মন্দিরে ধারণকৃত। 

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছবিটির উপর কারাগারের ধাতব শিক প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।  তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে চট্টগ্রামের কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসের পূজা করার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামের কারাগারে পূজা করার দাবি সংক্রান্ত প্রচারিত ছবিটি সম্পাদিত। 

উল্লেখ্য,  গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চট্টগ্রামের ইসকন পরিচালিত মন্দির পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, সেখানে চিন্ময় দাসকেও আসামি করা হয়। মামলা হওয়ার এক মাসের মাথায় ২৫ নভেম্বর বিকালে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে জানানো হয়, কোতোয়ালি থানার ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App