সয়াবিন তেলের সংকট নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করছেন না যে বাজারে সয়াবিন তেলের সংকট আছে। রবিবার (৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন,ভোগ্যপণ্যের বাজারে সোয়াবিন তেলের সংকট আছে বলে মনে করছি না । রমজান মাসে যাতে সংকট সৃষ্টি না হয়, তার জন্য আমদানীকারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এলসি সহজতর করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সরবরাহ কম। দুই একটি দোকানে মিললেও অতিরিক্ত দামে কেনার অভিযোগ করেছেন ভোক্তা ক্রেতারা।
ব্যবসায়ীদের দাবি হলো ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এ কারণে সংকট ঘনীভূত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি বলেন, গুম ও খুনের বিচার হতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে নিয়ম অনুযায়ী আবেদন করা হবে। এদিকে নির্বাচনে তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, আজকে (রবিবার (৮ ডিসেম্বর) মেটার সঙ্গে সভা ছিল। উপদেষ্টা ওয়াহিদ উদ্দিনের বক্তব্য একান্ত ব্যক্তিগত। নির্বাচনের তারিখ এখনো আসেনি।