সাবেক ডিএমপি প্রধান মাইনুল নতুন দায়িত্বে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

মো. মাইনুল হাসান। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদ্য সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পদায়ন করা হলো।
আরো পড়ুন: বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদ সভাপতি গ্রেপ্তার
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এর আগে গত ৬ আগস্ট ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পান মো. মাইনুল হাসান। এর সাড়ে তিন মাসের মাথায় তাকে পুলিশ সদর দপ্তরে বদলি ও এবার তাকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হলো।