×

জাতীয়

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়ার বিষয়ে যা জানালেন বেদান্ত প্যাটেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়ার বিষয়ে যা জানালেন বেদান্ত প্যাটেল

ছবি: সংগৃহীত

   

যুক্তরাষ্ট্র কখনই মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারকে গুরুত্বহীনভাবে দেখে না। এর মূল্য দিতে জানে দেশটি। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশের সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোতে সেসব বিষয় নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে ওয়াশিংটন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ–সংক্রান্ত প্রশ্নের উত্তরে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব  বলেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে দুই সদস্যের উদ্বেগ জানানোর প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা হচ্ছে জানিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তাদের সরকারকে আহ্বান জানিয়েছেন। 

এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক ও নীতিগত কোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে কি-না, তা জানতে চান প্রশ্নকারী। উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একই রকম—মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা পরিষ্কার ভাষায় বলি।

বেদান্ত প্যাটেল মনে করেন, যেকোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে। যেকোনো ধরনের ধরপাকড়ের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি অবশ্যই  শ্রদ্ধাশীল থাকতে হবে, মৌলিক মানবাধিকারের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে।

এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দেশগুলোর প্রতি জোর দিয়ে যাবে বলে উল্লেখ করেন বেদান্ত প্যাটেল।

বাংলাদেশে গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও ব্রিফিংয়ে একটি প্রশ্ন করা হয়। এ নিয়ে প্রশ্নের উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, এ ব্যাপারে  আমার বিস্তারিত জানা নেই। তবে আবারো বলছি, আমরা এ ব্যাপারে সবসময়ই জোর দিয়ে আসছি যে যারা আটক থাকবেন, তাদের পক্ষ থেকেও যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে। এবং তাদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App