×

জাতীয়

সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়

ছবি : সংগৃহীত

   

সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের জন্য দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবীর।

এর আগে ১৮ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক পরিবেশ সচিবের কাছে যাতায়াতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে একটি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে ২০২৩ সালের নভেম্বরে একটি সিদ্ধান্ত হয়, যেখানে পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে দিনে গিয়ে রাত্রীকালীন অবস্থান করতে নিষেধ করা হয়। এছাড়া, প্রতিদিন ২০০০ জনের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না এবং কোনো ধরনের আলোকসজ্জা ও বারবিকিউ পার্টি আয়োজন করা যাবে না। 

এ ধরনের সিদ্ধান্তের ফলে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের কর্মসংস্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। অনেক মানুষ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবেদনে আরো বলা হয়, যেখানে পর্যটন শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতি বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে এই বিধিনিষেধের কারণে পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

এই কারণে, আব্দুল মালেক তার আবেদনে দাবি করেন, জরুরি ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। 

তবে, আদালত এই আবেদনটি খারিজ করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App