হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকচাপা নিয়ে যে দাবি করলেন সমন্বয়ক হান্নান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসনাত ও সারজিসের গাড়িবহরে ট্রাক দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি জানান, আজও যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িতে একই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, তাদের কয়েকজনকে টার্গেট করে এসব হামলা চালানো হচ্ছে।
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ বলেন, ছাত্ররা যদি ভবিষ্যতে নেতৃত্ব দেয়, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ তাদের সমস্ত শক্তি ব্যবহার করেও পরাজিত হয়েছে, আর ছাত্ররা জয়ী হয়েছে।
সম্প্রতি ঢাকার বিভিন্ন কলেজে সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, উসকানি ছাড়া আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব সম্ভব নয়। ভারত চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি। একতা নষ্ট হলে নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাবে। ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।
হান্নান মাসুদ আরো বলেন, ৫ আগস্টের পর প্রকাশ্য শত্রুরা পালিয়ে গেলেও, অদৃশ্য শত্রুদের মোকাবিলা করতে হচ্ছে আমাদের। পরিকল্পিতভাবে হাসনাত ও সারজিসের গাড়িবহরে ট্রাক দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শক্তি দিয়ে নয়, ঐক্যের মাধ্যমেই আমাদের সব প্রতিবন্ধকতা দূর করতে হবে।