রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে, কাদের উদ্দেশে এ কথা বললেন উপদেষ্টা মাহফুজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দেশের আলেম ও মুসলিম নেতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন| একই সঙ্গে তিনি ছাত্র-জনতাকেও অভিবাদন জানিয়েছেন।
বুধবার ( ২৭ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে উপদেষ্টা মাহফুজ বলেন, আপনারা এ গণ-অভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।
ছাত্র-জনতাকে অভিবাদন জানিয়ে স্ট্যাটাসে মাহফুজ লেখেন, দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।
ওই স্ট্যাটাসে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির ‘শক্তি’ সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে।
তিনি বলেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।