ঢাকায় পণ্যবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর আজমপুরে পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনটি দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাবল লাইন থাকায় অন্য লাইনটি দিয়ে ট্রেন চলাচল করছে।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আজমপুরে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন সোমবার বলেন, কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু ট্রেনের আধাঘণ্টা, ৪০ মিনিট বা এক ঘণ্টার মতো বিলম্ব হচ্ছে।
আনোয়ার হোসেন বলেন, আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। কিছু সময়ের মধ্যে লাইন হয়তো ঠিক হয়ে যাবে বলে আশা করছি।