মহাখালী
অটোরিকশা চালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন অটোরিকশা চালকরা। তারা রেললাইনে বসে পড়ার কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। পরবর্তীতে, তাদের সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেন অটোরিকশা চালকরা। তাদের আন্দোলনের কারণে সেখানে তীব্র যানজট তৈরি হওয়ায় সাধারণ জনগণের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয়রা জানান, সড়ক থেকে সরিয়ে দিতে বললে, কিছু চালক পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়, এবং অটোরিকশা চালকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান।
তবে, তাদের কিছু অংশ রেলগেটের পাশের সড়কে অবস্থান নিতে দেখা যায়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায়—যেমন আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা—অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে আন্দোলন করছেন।
আরো পড়ুন : এবার রেললাইন অবরোধ অটোচালকদের, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
এই আন্দোলন মূলত হাইকোর্টের ১৯ নভেম্বরের আদেশের প্রতিবাদে। আদালত ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
এ আদেশের পরপরই বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। পুলিশসহ তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে দুই পুলিশ সদস্য আহত হন। ওইদিন কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় কয়েক ঘণ্টা আন্দোলন করে রিকশাচালকরা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।