রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ৬ হ্যান্ডগ্রেনেড ও ৭২৬ গুলি উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম

ছবি: ডিএমপি
রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে মরিচা ধরা ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ এগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কে লেক পাড়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর মরিচা ধরা পুরোনো ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়া হ্যান্ডগ্রেনেডের পাশাপাশি ৯টি ম্যাগাজিন ও ৭২৬টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে এগুলো নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে ডিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া হ্যান্ডগ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরো পড়ুন: বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার