২৮ বছর পর কলকাতা বইমেলা থেকে ‘বাদ’ বাংলাদেশ, কারণ কী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম

ছবি: সংগৃহীত
৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো বইমেলায় থাকবে না বাংলাদেশ। তবে কি কারণে করছে না তা এখনো অস্পষ্ট। শুক্রবার (১৫ নভেম্বর) বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন দেশের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম। শনিবার (১৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বইমেলায় বাংলাদেশের অংশ গ্রহণের বিষয়ে দীর্ঘ ২৮ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়তে চলেছে। ১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ। সেসময় বই মেলায় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে বাংলাদেশে ক্ষমতায় এসেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া। তখনো বাংলাদেশ বই মেলায় অংশগ্রহণ করেছিল। একমকি সামরিক শাসন আমলেও বাংলাদেশের অবস্থান ছিল বইমেলায়।’
অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, তারা এখনো বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশ পাননি। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।’
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এই বইমেলা, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার আসরের থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি। এছাড়াও অংশগ্রহণ করবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ।