পূর্বাচল ক্লাবে তালা দিয়ে দখলের অভিযোগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর উপকন্ঠ রুপগঞ্জে অবস্থিত পূর্বাচল ক্লাব একটি চক্র দখল করে তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্বাচল ক্লাবে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা বন্ধ হয়ে যাওয়ায় এর সদস্যরা দারুণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অনুষ্ঠানের জন্য বুকিং দিয়ে বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী।
জানা গেছে, পূর্বাচল নিউ টাউনের ১২ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে পূর্বাচল ক্লাবের সদস্য ৯ শতাধিক। ক্লাবটি অরাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেখানে বিয়ের অনুষ্ঠান ও গায়ে হলুদ সন্ধ্যার জন্য প্রায় ৫০টি বুকিং রয়েছে। ওইসব অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ কার্ডও ছাপা হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে নেতৃত্বে পরিবর্তন আসলে একটি চক্রটি ক্লাবটিতে তালা লাগিয়ে দিয়েছে। বাইরে বসানো হয়েছে প্রহরা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এর সভাপতি ছিলেন। পটপরিবর্তনের পর বিএনপির নাম ভাঙিয়ে একটি চক্র ক্লাবটি দখলে নেয়ার চেষ্টা চালায়।
তবে সদস্যরা সম্মিলিতভাবে নেতৃত্বে পরিবর্তন এনে কয়েকজন ব্যবসায়ীকে পরিচালনা পর্ষদের দায়িত্ব দিলে সংঘবদ্ধ চক্রটি ক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। টানা একমাস ধরে অভিজাত এই ক্লাবটি তালাবদ্ধ থাকায় এর সদস্যরা সেখানে যেতে সাহস করছেন না। স্থানীয়রা বলেছেন, দিপু, খোকন ও হুমায়ুনসহ কয়েকজনের নাম ব্যবহার করে একটি চক্র ক্লাবটিতে তালা ঝুলিয়ে রেখেছে।
এ প্রসঙ্গে রুপগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রোকনুজ্জামান মঙ্গলবার রাতে বলেছেন, পূর্বাচল ক্লাব দখলের কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি।