উপদেষ্টা ফারুকীর কড়া হুঁশিয়ারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

প্রথম দিন কাজে যোগ দিয়েই কড়া হুঁশিয়ারি জানালেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রথম দিন কাজে যোগ দিয়েই কড়া হুঁশিয়ারি জানালেন সদ্য শপথ নেয়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (১১ নভেম্বর) কাজে যোগ দিয়েছেন ফারুকী। এদিন ব্রিফিংয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। জানান নিজের কর্মপরিকল্পনাও।
ফারুকী বলেন, আমি ফিল্মের বিষয়ে দায়িত্বে আছি। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই তার সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে। আমার মতামত যখনই উনি জানতে চান, আমি তাকে জানাচ্ছি। সবার পরামর্শ নিয়ে তারা রিফর্ম কমিটি গঠন করেছেন। যেটি অনেক কিছু বদলে দেবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় সাংবাদিক ফারুকীকে প্রশ্ন করেন, আপনি একজন নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, সমাজকর্মী। নানাভাবে আমরা আপনাকে পেয়েছি। কিন্তু এটা কিন্তু সিনেমা নয়, বাস্তব। এ চ্যালেঞ্জ কীভাবে দেখছেন? উত্তরে ফারুকী পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, মোহাম্মদ আজম বাংলা একাডেমি লিড করছেন, আপনি সেটা ভাবতে পারেন? আমিতো দুবছর আগেও এটা ভাবতে পারিনি। কিংবা নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হবেন লতিফুর ইসলাম শিবলী? সৈয়দ জামিল আহমেদ বা আফসানা আপা হবেন শিল্পকলার ডিজি, কে ভেবেছে?
এরপরই ফারুকী বলেন, যেহেতু আমাদের একটা গ্রেট টিম আছে এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা যদি আমাদের সহায়তা করেন, তাহলে আমরা অনেক ইনোভেটিভ প্রজেক্ট করবো এখান থেকে। সেগুলোই আপনাদের সাহায্যে ছড়িয়ে দিতে হবে।
আরো পড়ুন: ফ্যাসিস্টের পক্ষে অবস্থান প্রসঙ্গে যা বললেন ফারুকী
নিজের কাজের কথা বলতে গিয়ে সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, যদি সবার সাহায্য পাই, আমি বিশ্বাস করি আমি কিছু পরিবর্তন হয়তো করতে পারবো। যদি না পারি, যেদিন আমি বিদায় নেব, বলবো আমি পরাজিত। চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। দেশে শিল্পচর্চায় বাধা দেয়ার প্রসঙ্গে ফারুকী বলেন, এ সরকার কখনো কোনো শিল্পচর্চায় বাধা হয়ে দাঁড়ায়নি, কখনও দাঁড়াবেও না। কিন্তু পাশাপাশি আমাদের কিছু বাস্তবতাও মাথায় রাখতে হবে।
স্পষ্ট করে ফারুকী বলেন, যারা শিল্পকলা চর্চা করেন তাদের দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে। আমরা জানি, জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা শুধু একটা সরকার পরিবর্তন হয়নি। আজ যদি সিপাহি ও জনতা বিজয়ী না হতো, আমি জেলে থাকতাম। শুধু ব্যক্তি আমার কথা বলছি না, অনেক মানুষই আক্রান্ত হতেন।
ফারুকী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছেন, তাদের বিচারে সরকার উদ্যোগ নিয়েছে। যারা প্রথম সারির অপরাধী তাদের আগে বিচারের অধীনে আনা হবে। কিন্তু প্রথম সারির অপরাধীকে বাঁচানোর জন্য যদি চতুর্থ কিংবা পঞ্চম সারির অপরাধীরা এক ধরনের বিশৃঙ্খলা ঘটানোর সৃষ্টি করে, সেটা ভালো কিছু হবে না।
তাই সংস্কৃতিসেবী ভাই বোনদের পরিষ্কার আমার আহ্বান, সরকার সংস্কৃতিবান্ধব, শিল্পের সব শাখা বান্ধব। আপনারা যে যার মতো শিল্প চর্চা করেন, কিন্তু ফ্যাসিস্টদের হয়ে যদি কিছু খেলার চেষ্টা করেন তবে আপনি পঞ্চম সারির অপরাধী হলেও আপনাকেই আগে ধরা হবে, এমন কিছু হতে পারে। কারণ আপনি অত্যন্ত কুরুচিপূর্ণ, জঘন্য এবং উসকানিমূলক কিছু যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন যেটা পরিবারের সব সদস্যের সঙ্গে বসে দেখা যায় না, তাহলে বিক্ষুদ্ধ মানুষ কিন্তু তাদের মতামত জানাবেন।
সবশেষে উপদেষ্টা ফারুকী আরো বলেন, মনে রাখতে হবে বিপ্লবের পর বিপ্লবকে শান্ত হতে কুলিং পিরিয়ড দিতে হয়। আপনি কুলিং পিরিয়ড দেবেন না, আপনি মিনিমাম অনুশোচনা বোধ করবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না কিন্তু আপনি প্রত্যাশা করবেন আপনাকে পুনর্বাসন করতে হবে। এটা সম্ভব নয়। এ বাংলাদেশে এটা হবে না।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।