×

জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তা অন্তর্বর্তী সরকারকে চরম অবমাননার শামিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

আসিফ নজরুলকে হেনস্তা অন্তর্বর্তী সরকারকে চরম অবমাননার শামিল

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার প্রতিবাদ জানিয়েছে ঢাবি সাদা দল

   

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।  তার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৯ নভেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিদ্দিকুর রহমান খান ও ড. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিদেশে এমন আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও চরম অবমাননার শামিল। আমরা এ ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিদেশে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনা প্রতিনিয়ত তার দলীয় নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের সরকার ও দেশের বিরুদ্ধে নানাভাবে উস্কানি দিচ্ছে। এর ফলে জেনেভা এয়ারপোর্টে দুর্বৃত্তরা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্থার দুঃসাহস দেখিয়েছে বলে আমরা মনে করি। আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না। তাই বাংলাদেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র প্রতিহত করা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান রাখছি।

একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

আরো পড়ুন: উপদেষ্টা পরিষদে নির্মাতা ফারুকী

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App