সাংবাদিক মানিক সাহা হত্যায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১২:৫৩ পিএম

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক সাহা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাহ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে সাতক্ষীরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম। মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনার মহানগর হাকিম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ও বিবিসি বাংলার কন্ট্রিবিউটর মানিক সাহা।
এ মামলায় ২০১৬ সালের ৩০ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিল্লাহ ব্যাপারীসহ ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ১৪ বছর পলাতক ছিলো বিল্লাল।