×

জাতীয়

আওয়ামী লীগ কেন নিশ্চুপ, জানালেন হাছান মাহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পিএম

আওয়ামী লীগ কেন নিশ্চুপ, জানালেন হাছান মাহমুদ

ছবি: সংগৃহীত

   

রবিবার (৩ নভেম্বর) লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সেখানে তার কাছে উপস্থাপক জানতে চান, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়ার জন্য আপনারা অপেক্ষা করছেন, নাকি আপনাদের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে, সেটার মধ্য দিয়ে আপনারা কামব্যাক করতে চান? 

জবাবে হাছান মাহমুদ বলেন, আমরা সচেতনভাবেই অপেক্ষা করছি। এখন যদি রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম, সরকারের পক্ষ থেকে আবার অনেকেই বলত যে, আমাদের কারণে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, দ্রব্যমূল্য বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করে তখনও বলে যে, স্বৈরাচার ফিরে আসছে, গার্মেন্টস শ্রমিক হিসেবে, মাজার ভাঙার পর খাদেমরা বিক্ষোভ করলে স্বৈরাচার ফিরে আসছে, এই বক্তব্য যখন দেয়া হয়, তখন আমরা সচেতনভাবেই আর কি আমরা নিশ্চুপ আছি, যাতে আমাদের ওপর দোষ না আসে।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এমন একটি দল, যেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, কোটি কোটি সমর্থক আছে। সেহেতু আওয়ামী লীগ কখনও ফুরিয়ে যায়নি, কখনও ফুরিয়ে যাবে না। আওয়ামী লীগ আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। আওয়ামী লীগ সচেতনভাবে এখন নিশ্চুপ আছে।

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্ন তুলে আওয়ামী লীগের প্রবাসী সরকার গঠনের বিষয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, এ ধরনের চিন্তা ভাবনার কথা তিনি জানেন না এবং এ ধরনের আলোচনা বিষয় শোনেননি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App