
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০১:৫৯ এএম
আরো পড়ুন
গোল্ডেন মনির ১৪ দিনের রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৪:১৮ পিএম
ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় র্যাব। তার বাসা থেকে ৮ কেজি স্বর্ণ, লাইসেন্সবিহীন ৫টি বিলাসবহুল গাড়ি, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, বাড্ডা, নিকেতন, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে ২শটির বেশি প্লট আছে গোল্ডেন মনিরের। রাজউক-সহ বিভিন্ন সংস্থার অসাধু ব্যক্তিদের সহযোগিতায় এই সম্পদ গড়েছেন মনির। তার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলকে অর্থ সরবরাহের অভিযোগও রয়েছে।সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় র্যাব। তার বাসা থেকে ৮ কেজি স্বর্ণ, লাইসেন্সবিহীন ৫টি বিলাসবহুল গাড়ি, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, বাড্ডা, নিকেতন, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে ২শটির বেশি প্লট আছে গোল্ডেন মনিরের। রাজউক-সহ বিভিন্ন সংস্থার অসাধু ব্যক্তিদের সহযোগিতায় এই সম্পদ গড়েছেন মনির। তার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলকে অর্থ সরবরাহের অভিযোগও রয়েছে।