×

জাতীয়

মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৬ এএম

মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

   

সাগরে ইলিশ মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ রবিবার মধ্যরাতে। তাই মাছ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। আড়তদারসহ জেলেদের আশা, এবার তাদের জালে ধরা পড়বে কাক্সিক্ষত ইলিশ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত ১৩ অক্টোবর থেকে সাগর ও নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। 

এসময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রি নিষিদ্ধ থাকে। পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এই সময়ে প্রজনন মৌসুমে সাগর থেকে ঝাঁক বেঁধে মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ। ২২ দিনের অবরোধ সফল করতে তৎপর ছিলেন মৎস্য বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা। সাগর ও নদীতে অভিযান চালিয়ে অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে মৎস্য বিভাগ। তারপরও বিভিন্ন নদীতে ইলিশ ধরে প্রকাশ্যে বাজারে বিক্রি করার খবর বেরিয়েছে গণমাধ্যমে। 

মৎস্য খাতসংশ্লিষ্টদের আশা, নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।

এদিকে নিষেধাজ্ঞাকালীন সরকার ঘোষিত সহায়তার চাল বেশির ভাগ ক্ষেত্রেই প্রকৃত জেলেরা পাননি বলে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠেছে। এই সময়ে কর্মহীন ছিলেন জেলেরা। তারমধ্যেও ধার দেনা ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নেন তারা। শেষ করেন ট্রলার মেরামত, জাল বোনাসহ আনুসঙ্গিক কার্যক্রম।

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. জলিল ঘরামী জানান, জেলেরা সরকারের আইন মেনে ২২ দিন মাছ ধরা থেকে বিরত ছিলেন। আগামীকাল (রবিবার) মধ্যরাতে জেলেরা সমুদ্রের উদ্দেশে রওয়ানা দিবে। জেলেদের জালে কাক্সিক্ষত ইলিশ ধরা পরবে বলে আশা করেন তিনি।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কলাপাড়ায় নিবন্ধিত ১৮ হাজার ৩০৭ জন জেলেকে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে সাগর ও নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এবার জেলেরা প্রচুর পরিমাণে ইলিশ পাবেন আশা করে তিনি বলেন, ধার দেনাসহ পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App