বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য নুরের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ পিএম

ছবি : সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরে শুক্রবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে তারা নিজেদের রাজনীতি ও স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এর ফলে দেশ ইতোমধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, দেশের ছাত্র রাজনীতি নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং বর্তমান পরিস্থিতির জন্য বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের দায়ী করেন।
তিনি আরো বলেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে চায়। তার দাবি, গত আড়াই মাসে সরকারের পারফরম্যান্স সন্তোষজনক নয় এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান।
নুর ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন এবং বলেন, আওয়ামী লীগ ও তার দোসরদেরও নিষিদ্ধ করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবেশ ঠিক করতে হবে।
সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও ছাত্র রাজনীতির পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ও কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।