রাজধানীতে হাসপাতাল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নরেন্দ্র চন্দ্র সরকার (৬৯)।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ওয়ারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রবিবার তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
লাশের সুরতহাল প্রতিবেদনে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম উল্লেখ করেন, নরেন্দ্র চন্দ্র সরকারের বাবার নাম মৃত হরি নারায়ণ সরকার। থাকতেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামরখুরা নজরুল স্মরনিতে। পেশায় ব্যবসায়ী তিনি।
গত ১৩ অক্টোবর ওয়ারী ৩১ নম্বর র্যাংকিং স্ট্রিটের চাচাতো ভাই সুমন্ত সরকারের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। সেখানে ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। চিকিৎসার জন্য ভর্তি করা হয় সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ তারিখ শুক্রবার মারা যান তিনি।
আরো উল্লেখ করা হয়, মৃত নরেন্দ্র চন্দ্রের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।