সরকারি চাকরির নতুন বয়সসীমা নিয়ে হতাশ ও ক্ষুব্ধ আন্দোলনকারীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এ ইস্যুতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে সংবাদ সম্মেলন করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ আমলে নেয়নি। সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক হুমায়ুন কবির। উপদেষ্টা পরিষদকে সিদ্ধান্ত পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।
নইলে আবারো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তাদের দাবি, সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করা হোক এবং ৮বার বিসিএসে অংশগ্রহণের সুযোগ দেয়া হোক।
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে সর্বোচ্চ ৩বার বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। এদিন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই দুই সিদ্ধান্ত হয়।
এর আগে সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর সুপারিশ করে সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি। ছেলেদের ক্ষেত্রে ৩৫ বছর ও মেয়েদের ৩৭ বছর নির্ধারণের সুপারিশ করে তারা। এ সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সরকার।