নামমাত্র সবজি নিয়েই খুলনা থেকে ঢাকার উদ্দেশে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে কৃষি পণ্য আনার জন্য মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু ব্যাপক প্রচার না হওয়ায় ও কৃষকদের তেমন সাড়া না মেলায় প্রায় খালিই ফিরতে হয়েছে খুলনা থেকে ঢাকামুখি স্পেশাল ট্রেনটিকে।
এদিকে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, নাকাল হয়ে পড়ছেন মধ্যবিত্ত শ্রেণি। এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশের ১৫টি উৎপাদক অঞ্চল থেকে কৃষিপণ্য সংগ্রহ করে দেশব্যাপী সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। এটি বেলা ১১টা ১৫ মিনিটে যশোর স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ৪০ বিলম্বে পৌঁছায়। তবে প্রথম দিনেই কৃষিপণ্য বা খাদ্যসামগ্রী বুকিং ছাড়াই খুলনা-যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে বাধ্য হয় ট্রেনটি।
এদিকে খুলনা-যশোর সদরের কৃষকরা বলেছেন, বিশেষ এই ট্রেনের কোনো আগাম খবর তারা জানেন না। আর রেল কতৃপক্ষের দাবি, ব্যাপক প্রচারণা চালালেও আশানুরূপ সাড়া মেলেনি। তবে, আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী তারা।
ট্রেনের পরিচালক জুলহাস উদ্দিন জানান, খুলনা থেকে ৬৪০ কেজি পণ্য নিয়ে তারা ট্রেনটি ছেড়েছেন। যশোরে ১০ মিনিটের যাত্রাবিরতি ছিল। এখানে কোনো পণ্য পাওয়া যায়নি। তবে আগামীতে পণ্য আসবে বলে তিনি আশাবাদী।
৭ বগির স্পেশাল এই ট্রেনটি যশোর ছাড়াও মুন্সী মেহেরুল্লাহ স্টেশন, বারবাজার, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, সফদারপুর, আনসরবাড়িয়া, উথলি, দর্শনা প্রভৃতি স্টেশনে থামবে। সবজি নিয়ে রাত ১০টার দিকে ট্রেনটি ঢাকার বিমানবন্দর, তেজগাঁ ও কমলাপুর স্টেশনে থামবে।
এই ট্রেনটি প্রতি মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত করবে। ট্রেনে প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে ১ টাকা ৮ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৪৭ পয়সা খরচ পড়বে। এতে খুশি ব্যবসায়ীরা। প্রথম দিন খুলনা থেকে ৭টি বগিতে ৬৪০ কেজি পণ্য নিয়ে ছেড়ে গেছে এ বিশেষ ট্রেন। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন ১২০ টন পণ্য আনা নেবার সুবিধা মিলবে।