×

জাতীয়

কেন জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম

কেন জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

   

জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে না ডাকার সিদ্ধান্ত নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থন করেছে এবং অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোকে বৈধতা দিয়েছে। এ কারণেই তাদের সংলাপে রাখা হয়নি বলে জানান তিনি।

শনিবার (১৯ অক্টোবর) রাতে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফুজ আলম এ কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহফুজ আলম বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে। তারা ফ্যাসিজমকে নীরবভাবে সমর্থন দিয়েছে এবং অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে সেগুলোর বৈধতা দিয়েছে। এ জন্য আপাতত আমরা জাতীয় পার্টিকে সংলাপে রাখছি না।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির বিষয়ে সরকার তার অবস্থান পর্যালোচনা করছে। তবে এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই হবে। সরকার একা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।

সংলাপে অংশ নেয়া কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদের পরিসর বৃদ্ধির পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের কাছ থেকে এমন প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর পরামর্শ মনোযোগ দিয়ে শুনেছেন। এ বিষয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনে সবাইকে অবহিত করা হবে।

আরো পড়ুন: গত দুই মাসে ১.৮ বিলিয়ন দায় পরিশোধ

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টিকে বাইরে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টি অতীতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী নীতিতে সমর্থন দিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আপাতত তাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App