বুধবার সকোলে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪১ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি। কর্মসূচির মাধ্যমে বিচারকদের বিরুদ্ধে ন্যায়বিচারহীনতার অভিযোগ তুলে আন্দোলনকারীরা হাইকোর্ট ঘেরাও করতে যাচ্ছেন।
এদিকে, হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, ‘ছাত্র-জনতা রাস্তায় ইনসাফ কায়েমের জন্য রক্ত দিবে, আর আপনারা আদালতে বসে জুলুম কায়েম করবেন?’ তিনি জানান, বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে একসঙ্গে হাইকোর্ট অভিমুখে যাত্রা করবেন তারা।
আরো পড়ুন: হাইকোর্টের প্রবেশপথে নিরাপত্তা জোরদার
এদিন রাজপথ প্রকম্পিত হবে, আবারো কালো শকুনদের উৎখাত করার লক্ষ্যে আন্দোলনকারীরা একত্রিত হবেন বলে তিনি জানান।