পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে নতুন চেয়ারম্যান হিসেবে শপথ করানো হয়। এরপর বিজ্ঞ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা এবং ড. মো. নাজমুল আমীন মজুমদার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন চেয়ারম্যান ও সদস্যরা পিএসসির কার্যক্রম পরিচালনায় তাদের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরো পড়ুন: বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস
এ অনুষ্ঠানে পিএসসির কার্যক্রম এবং আগামীদিনে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দক্ষ করার প্রতি গুরুত্ব দেয়া হয়।