প্রেসিডিয়ামে আলোচিত এমপি নিক্সন চৌধুরীর নাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৯:১৭ এএম

এমপি নিক্সন চৌধুরী/ফাইল ছবি
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা * ২০১ কার্যনির্বাহীর মধ্যে ১৮৫ জনের নামকমিটি গঠনের প্রায় ১ বছর পর ঘোষিত হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল শনিবার বিকালে ২০১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ১৮৫ জনের ও ২০০ জনের কেন্দ্রীয় কমিটির মধ্যে ১৯৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের হাতে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন ওবায়দুল কাদের। গতকাল ঘোষিত কমিটিতে ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। আর পাঁচটি পদ ফাঁকা রাখা হয়েছে। এই ২২ জনের মধ্যে রয়েছেনÑ এডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, রফিকুল ইসলাম (সাতক্ষীরা), হাবিবুর রহমান পবন, নবী নেওয়াজ, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হালদার, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, ইঞ্জিনিয়ার মৃনার কান্তি জোয়ার্দার, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং এমপি, মো. জসীম মাতুব্বর, আনোয়ার হোসেন, এম শাহাদাত হোসেন তাসলিম। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৫ জন। তারা হলেনÑ বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও মো. রফিকুল আলম জোয়ার্দার। সংগঠনের ৯ সাংগঠনিক সম্পাদক হলেন কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, আবু মুনির মো. শহিদুল হক রাসেল, মশিউর রহমান চপল, এডভোকেট মো. শামীম আল সাইফুল সোহাগ ও প্রফেসর ড. মো. রেজাউল কবির। এছাড়া জয়দেব নন্দী প্রচার সম্পাদক, মোস্তাফিজুর রহমান মাসুদ দপ্তর সম্পাদক, আদিত্য নন্দী উপপ্রচার সম্পাদক এবং দেলোয়ার হোসেন শাহাজাদা উপদপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়া আরো ১৯টি বিভাগী সম্পাদক ও উপসম্পাদক পদ দেয়া হয়েছে। ৪১ জনকে দেয়া হয়েছে সহসম্পাদকের পদ, ৭৫ জন রয়েছেন নির্বাহী সদস্য। তবে ঘোষিত কমিটিতে বিতর্কিত সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে রাখায় কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ সম্প্রতি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা ভ‚মি কর্মকর্তাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার টেলিফোনে এসিল্যান্ডকে গালিগালাজের এ ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপর নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। এর আগে, গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের সপ্তম কংগ্রেসে শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শনিবার বিকালে তারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদের তাদের পূর্ণাঙ্গ কমিটির এই প্রস্তাব গ্রহণ করে সেটির অনুমোদন দেন।