দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দুর্নীতির অনুসন্ধান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন।
এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ।
আরো পড়ুন: সেনাবাহিনীতে বড় রদবদল
এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উল্লেখ করেন আইনজীবী।
উলেখ্য, ইকবাল মাহমুদ ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দুদকের চেয়ারম্যান ছিলেন।