মেট্রোরেলের যাত্রীদের জন্য সুসংবাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

আগামী শুক্রবার থেকে মেট্রোরেলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। ছবি: সংগৃহীত
মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে শুক্রবারেও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত এসেছিল। এবার ছুটির দিনটিতে ট্রেন সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৪ অক্টোবর) দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী শুক্রবার থেকে দুই মিনিট করে কমানো হচ্ছে হেডওয়ে, এতদিন শুক্রবারে চলা ৬০টির ট্রেনের পরিবর্তে ৭২টি ট্রেন চলাচল শুরু করবে। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে ২০০টি ট্রেন চলাচল করে বলে জানান তিনি।
আরো পড়ুন: ঘরে বসেই হবে এমআরটি পাস রিচার্জ
ব্রিফিংয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে মিরপুর-১০ স্টেশনটি আবারো চালু হবে বলে জানান ডিএমটিসিএলের এমডি। তিনি বলেন, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার কারণে দ্রুত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি চালু করতে পেরেছি। অভ্যন্তরীণ সম্পদের (লোকাল রিসোর্স) ব্যবহার ও তুলনামূলক কম চাপ থাকা তিন স্টেশনের (উত্তরা সেন্টার, দক্ষিণ ও বিজয় সরণীর) কিছু যন্ত্রপাতি দিয়ে প্রতিস্থাপনের কৌশল নেয়ার কারণে স্টেশন দুটি দ্রুত চালু করা সম্ভব হয়েছে। স্টেশন দুটির জন্য বিদেশ থেকে যেসব যন্ত্রপাতি আনা দরকার, সেগুলো দ্বিতীয় ধাপে আনা হবে বলেও জানান তিনি।
এসময় দুটি স্টেশন মেরামতে নতুন করে কোনো অর্থ লাগেনি বলেও জানিয়ে এমডি রউফ বলেন, দুই স্টেশন মেরামতে যে টাকা খরচ হয়েছে, সেটার জন্য সরকারের কাছে নতুন কোনো বাজেট দেয়া হবে না। বিদ্যমান প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকেই সমন্বয় করা হবে।